কবর আসল ঠিকানা

কবর আসল ঠিকানা,
এটা জেনেও মানুষ থাকার জন্য বাড়িটি তৈরী করে যাতে ১০০ বছর স্থায়ী হয়।
কবরে কিছুই নিতে পারবেনা,
এটা জেনেও মানুষ টাকা পয়সা, সম্পত্তির জন্য দুনিয়ায় কত অশান্তির সৃষ্টি করে।
মানুষ তো কিছুই না, যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ আমি, মরে গেলে লাশ।
মানুষের তৈরী পলিথিন ব্যাগ পচতে সময় লাগে ৪০০ বছর, আর মানুষ মরে গেলে তিন দিন পরেই তার শরীর পচন ধরবে।কেউ ই থাকবো না এমনকি পৃথিবী ই থাকবেনা এক সময়।সেই চিন্তা করিনা কেউ, সবাই শুধু দুনিয়ার কাজে বিজি আমরা

Comments

Popular posts from this blog

A girl took justice to the judge